ডিমের কারি রেসিপি: সহজে দই ডিম কিভাবে বানাবেন জেনে নিন

ডিমের কারি রেসিপি
চিত্র সৌজন্য

ডিমের নানা রকম পদ সব সময়ই ভোজনরসিকদের কাছে প্রিয়। ডিমের ডেভিল, ডিমের কাটলেট থেকে শুরু করে ডিমের কালিয়া—ডিম খেতে ছোট থেকে বড় সবারই পছন্দ। কিন্তু যখনই রোজ ডিম খাওয়ার প্রসঙ্গ আসে তখন ঘুরে ফিরে সেই ডিম সেদ্ধ, ডিম ভাজা, ডিমের পোচ, ডিমের ঝোল, ডিমের তরকারি কিংবা ডিমের কালিয়াতেই বিষয়টা আটকে যায়। বাড়িতে খুব বেশি নতুন পদ ডিম দিয়ে রান্না তেমন হয় না। তবে এবার অল্প উপকরণে এবং বেশ কম সময়ে এই দই ডিম রান্না করুন। আশাকরি সবাই পছন্দ করবে।

পড়ে দেখুন: মেয়নেজ পাস্তা বানানোর রেসিপি

সুস্বাদু দই-ডিম কিভাবে বানাবেন: ডিমের কারি রেসিপি

দই ডিম তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণ:

  • ৬ টি ডিম
  • গোটা গরম মশলা
  • ১/২ কাপ পেঁয়াজ কুচি
  • ২ চামচ আদা-রসুন বাটা
  • ১টা বড় টমেটো কুচি
  • ১ চামচ জিরে গুঁড়ো
  • ১ চামচ ধনে গুঁড়ো
  • ১ চামচ হলুদ গুঁড়ো
  • ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  • ১/২ কাপ টক দই
  • ২ চামচ ধনে পাতা কুচি
  • স্বাদ অনুযায়ী নুন আর
  • প্রয়োজন মতো সর্ষের তেল।

দই ডিম রান্না করার পদ্ধতি:

  • ডিমগুলো সেদ্ধ করতে দিন।
  • সেদ্ধ করার পর অল্প তেলে ডিমগুলো ভেজে নিন।
  • এবার কড়াইতে সর্ষের তেল গরম করুন।
  • এতে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিন।
  • রঙ বদলাতে শুরু করলে পেঁয়াজ তুলে আলাদা করে রাখুন।
  • এবার ওই তেলেই গোটা গরমমশলা থেঁতো করে ফোড়ন দিন।
  • ফোড়নের সুগন্ধ বেরোলে এতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা ও রসুন বাটা ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিন।
  • মশলাটা ভাল করে কষতে থাকুন।
  • কম আঁচে কষবেন।
  • প্রয়োজনে অল্প পরিমাণ জল দেবেন।
  • অন্যদিকে, মিক্সিতে ভেজে রাখা পেঁয়াজ, টমেটো কুচি ও টক দই দিয়ে ভাল করে পেস্ট বানিয়ে নিন।
  • এবার এই মসৃণ পেস্টটা কড়াইতে মশলার সঙ্গে দিয়ে দিন।
  • নেড়েচেড়ে একটু ফুটতে দিন।
  • কারি কষা হয়ে এলে দেখবেন কড়াইতে তেল ছাড়তে শুরু করেছে।
  • এই সময় ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিন।
  • একটু নেড়েচেড়ে দিন।
  • উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিন।
  • ব্যস তৈরি দই ডিম।
  • ভাতের সঙ্গে পরিবেশন করুন গরম গরম দই ডিম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top